My Personal Blog ...

তোমাকে দেখব বলে...


তোমাকে দেখব বলে
আমার জাগতিক দর্শনের বুকে অতৃপ্ত পদচারনা
তোমার পত্র পল্লব প্রকৃতির
বেড়ে উঠা কিংবা
ধ্বংসের অতলে বিলীন হয়ে যাওয়া।
তোমার নিরাভরন সম্রাজ্যের গতিঃ আলোয়
মহাকালে-
আমার জ্ঞানের খুদ্র অবলা ব্যাপ্তি মাত্র।

তোমাকে দেখব বলে
প্রতিবিম্বে আমাকেই দেখি
হে বিশ্ববিধাতা-
আমারই মাঝে তোমার বাস।



(রচনাকালঃ ২০০৪)