My Personal Blog ...

ভালোবাসা - কাহলিল জিব্রান

   

  ভালোবাসা যখন তোমাকে ইশারা করে, তখন তার সঙ্গে চলার পথ কঠিন এবং বন্ধুর হলেও তাকে তুমি অনুসরন করো।
   তার ডানা যখন তোমাকে জড়িয়ে ধরে তখন তার ডানায় লুকানো তরবারি তোমাকে আঘাত করলেও তুমি আলিঙ্গনে আত্মসমর্পণ করো।
   সে যখন কথা  বলে, তখন তার কণ্ঠস্বরে তোমার সপ্ন যদি উত্তরের বাতাসে তছনছ বাগানের মতো ভেঙ্গে যায়, তবু তুমি তাকে বিশ্বাস করো।

   কারন ভালোবাসা তোমাকে যেমন রাজমুকুটে ভূষিত করে, তেমনি সে তোমাকে ক্রুশবিদ্ধ করে। সে যেমন তোমার বৃদ্ধি ঘটায় তেমনি সে তোমাকে ছেঁটেও দেয়।
   সে যেমন তোমার শিখরে উঠে তোমার অঙ্গের সংবেদনশীল এবং সূর্যালোকে শিহরিত শাখা-প্রশাখায় সোহাগ- পরশ বুলায়,
   তেমনি সে তোমার শিকড়ের গভীরে নেমে ঝাঁকুনি দিয়ে তাদের মাটির বাঁধন আগলা করে দেয়।

   সে তোমাকে শস্যের আঁটির মত তার কাছে টেনে আনে।
   সে তোমাকে মাড়াই করে তোমার আবরণ খসিয়ে ফেলে।
   সে তোমাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তোমার আবরণ থেকে তোমাকে মুক্ত করে।
   সে তোমাকে পেষণ করে শ্বেত-শুভ্র করে,
   এবং তুমি নমনীয় না হওয়া পর্যন্ত সে তোমাকে ডলাই-মলাই করে,
   তারপর সে তোমাকে তার পবিত্র আগুনে সমর্পণ করে,
   সেখানে তুমি বিধাতার পবিত্র ভোজসভার পবিত্র খাদ্যে পরিণত হও।

   ভালোবাসা তোমাকে নিয়ে এত কাণ্ড করে যাতে তুমি তোমার হৃদয়ের রহস্য জেনে যাও এবং সেই জ্ঞানে তুমি মহাজীবনের হৃদয়ের এক খুদ্র অংশ হয়ে যাও।
   কিন্তু তুমি যদি ভীতসন্ত্রস্ত হয়ে তোমার ভালোবাসায় শুধুই শান্তি এবং সুখ সন্ধান করো,
   তাহলে তোমার জন্য স্রেয় তোমার নগ্নতা ঢেকে নিয়ে ভালোবাসার মাড়াই-প্রাঙ্গন ছেড়ে যাওয়া,
   এবং এক ঋতু-বৈচিত্র্যহীন ভুবনে প্রবেশ করা, যেখানে তুমি হয়ত হাসবে কিন্তু প্রান খুলে হাসবে না, তুমি হয়ত কাঁদবে কিন্তু প্রাণভরে কাঁদবে না।

   ভালোবাসা শুধু নিজেকে দেয় এবং নিজ থেকে নেয়।
   ভালোবাসার নিজের যেমন কিছু নেই, তেমনি সে কারও নয়।
   কারন ভালোবাসার জন্য ভালবাসাই যথেষ্ট।

   তুমি যখন ভালোবাসা তখন, ‘বিধাতা আমার হৃদয়ে আসীন’ একথা না বলে তুমি বরং বলো, ‘আমি বিধাতার হৃদয়ে আসীন’।
   তুমি ভালোবাসার পথ নির্দেশ করবে এ চিন্তা তুমি কর না, বরং ভালোবাসা যদি তোমাকে তার যোগ্য মনে করে তবে সে-ই তোমার পথ নির্দেশ করবে।

   নিজেকে পরিপূর্ণ করা ছাড়া ভালোবাসার আর কোন কামনা নেই।
   তবে তুমি যদি ভালোবাসো এবং ভালোবাসায় অনিবার্য হয়ে উঠে কামনা,
   তবে তোমার কামনা হোকঃ
   গলে গিয়ে তরল হওয়া এবং নিশিথে কলতানে বয়ে চলা এক নির্ঝরিণীর রূপ নেওয়া।
   অতি কোমলতার বেদনা বুঝতে পারা।
   তোমার আপন উপলদ্ধিতে ভালবাসাকে জেনে নিয়ে আঘাত পাওয়া,
   এবং স্বেচ্ছায় ও সানন্দে রক্তাক্ত হওয়া।
   প্রভাতে ডানা মেলা হৃদয় নিয়ে জেগে উঠা এবং প্রনয়মধুর একটি দিনের জন্য ধন্যবাদ দেওয়া।
   মধ্যানহে বিশ্রাম করা এবং ভালোবাসার সুখাবেশ নিয়ে সপ্নমগ্ন হওয়া।
   সন্ধ্যায় কৃতজ্ঞচিত্তে ঘরে ফিরে আসা,

   এবং প্রিয়তমের জন্য অন্তরে প্রার্থনা এবং কণ্ঠে বন্দনা নিয়ে ঘুমিয়ে পড়া।