My Personal Blog ...

বিবাহ - কাহলিল জিবরান



তোমরা একত্রে জন্মগ্রহন করেছ এবং চিরকাল একত্রে থাকবে।
   মৃত্যুর শুভ্র ডানা যদি তোমাদের জীবন ছিন্নভিন্ন করে দেয় তবুও তোমরা অবিচ্ছিন্ন থাকবে।
   হ্যাঁ, বিধাতার নীরব সৃতিতেও তোমরা একত্রে থাকবে।
   তবে একত্রে থেকেও তোমাদের মাঝে দূরত্ব বজায় থাক
   এবং তোমাদের মাঝে স্বর্গের বাতাস নেচে নেচে বয়ে যাক।

   তোমরা একে অপরকে ভালোবেসো, কিন্তু ভালোবাসার বন্ধন গড়ে তোল না,
   বরং তোমাদের ভালোবাসা হক দুটি হৃদয়ের বেলাভূমির মাঝে এক উচ্ছ্বাসিত সমুদ্র।
   তোমরা একে অপরের পেয়ালা ভরে দাও, কিন্তু একই পেয়ালা থেকে পান করো না।
   তোমরা একে অপরকে নিজ খাদ্যের ভাগ দাও কিন্তু একই খাদ্য খেও না।
   তোমার একত্রে গান গাও, নৃত্য কর এবং আনন্দে মেতে উঠো, কিন্তু তোমরা প্রত্যেকে থেক স্বতন্ত্র ।
   কারন বীণার প্রতিটি তার যদিও স্বতন্ত্র তবু একই সূরে তারা শিহরিত হয়।

   তোমরা তোমাদের হৃদয় বিনিময় কর, কিন্তু একে অপরের হাতে তা সপে দিও না।
   কারন একমাত্র মহাজীবন তার হাতে তোমাদের হৃদয় ধারন করতে পারে।
   তোমরা একত্রে থাকো, কিন্তু অতি-সংলগ্ন হয়ে থেকো না,
   কারণ মন্দিরের স্তম্ভগুলো তাদের মাঝে দূরত্ব রেখে দারিয়ে থাকে

   এবং ওক ও সাইপ্রেস গাছ একে অপরের ছায়ায় বাড়তে পারে না।