My Personal Blog ...

সন্ধ্যার একটু আগে ...



দিবাসনকে বিদায় জানিয়ে যখন সন্ধ্যা নামে, রোজকার মত যে বিশাল পরিবর্তন ধরাধামে ঘটে- তা নিয়ে আমরা কেউ কখনও চিন্তা করি না। দিন ও রাতের মিলনের সন্ধিক্ষণ সময় খুবই অল্প এবং মাত্র দু বারেই তা ঘটে। এক সূর্যোদয়ের সময়, দুই সূর্যাস্ত। রাত জেগে কাজ করার কারনে অনেক রাতে ঘুমোতে যাই এবং ঘুম থেকে উঠি অনেক দেরীতে - এ জন্য সূর্যোদয় দেখা আমার কপালের ব্যাপার ! তাই, মোবাইলে তোলা কিছু গোধূলি বেলার ছবি- সূর্যাস্তের ছবি শেয়ার করলাম ।