My Personal Blog ...

সন্তান - কাহলিল জিব্রান

   

   তোমার সন্তানেরা তোমার সন্তান নয়
   তারা জীবনের জন্য জীবনের আকুল প্রত্যাশার পুত্র কন্যা।
   তারা তোমাদের মাধ্যমে আসে, কিন্তু তোমাদের ভেতরে জন্ম নেয় না।
   এবং তারা যদিও তোমাদের সাথে থাকে তারা তোমাদের সম্পদ নয়।

   তোমরা তোমাদের ভালোবাসা তাদের দিতে পার, কিন্তু তোমাদের ভাবনা দিও না।
   কারন তাদের নিজস্ব ভাবনা আছে।
   তোমরা তাদের দেহকে ঘরে রাখতে পারো, কিন্তু তাদের আত্মাকে ধরে রাখতে পারো না।
   কারন তাদের আত্মার বসাবস ভবিষ্যতের গৃহে, তোমাদের সপ্নেও তোমরা সে গৃহের সন্ধান পাও না।
   তোমরা তাদের মত হওয়ার চেষ্টা করতে পারো, কিন্তু তাদেরকে তোমাদের মতো করার চেষ্টা করো না।
   কারন জীবন পশ্চাৎপানে চলে না, ফেলে আসা দিনের জন্য দাঁড়িয়েও থাকে না।

    যে ধনুক থেকে জীবন্ত তীরের মতো তোমাদের সন্তানদের সামনের দিকে ছুঁড়ে মারা হয়, তোমরা সেই ধনুক।
    তার তীরগুলোকে দ্রুতবেগে বহুদুরে নিক্ষেপ করার জন্য ধনুর্ধর অসীমে লক্ষ্যস্থির করে তার প্রচণ্ড শক্তি দিয়ে তোমাদের নত করে।
    তোমরা সেই ধনুর্ধরের হাতে আনন্দে আনত হও,

কারন সে যেমন পছন্দ করে দূরগামী তীর, তেমনি পছন্দ করে একটি সুস্থির ধনুক।