My Personal Blog ...

গ্রামের শস্যখেত (চাষাবাদের জমি ) - ১

গ্রামের শস্যখেত গুলোকে যদি একটি ফ্রেমের ছবির সাথে তুলনা করা হয়, তবে ছবিটি এমন হবে- যার দৃশ্যপট ঋতু এবং চাষাবাদ ভেদে সবসময় পরিবর্তিত হয়। এই যেমন, গ্রীষ্মকালে একরকম, শীতকালে অন্যরকম; আবার বর্ষায় সব পানির নিচে তলিয়ে যায়- ফোটে শাপলা ফুল, ডিঙ্গি নৌকা বেয়ে কৃষক ছুটে চলে । যখন ধান রোপণ করা হয়, চারাগুলো বেড়ে উঠে- পুরো শস্যখেত ভরে যায় সবুজে সবুজে। ধান কাটার আগে আবার সোনালী। আবার শীতকালে যখন সরিষা চাষ করা হয় তখন সম্পূর্ণ প্রাঙ্গন হয়ে যায় হলুদ। শস্যখেতগুলোর বৈচিত্র্যতার শেষ নেই। আমি হয়ত অনেক প্রচেষ্টায় সামান্য কিছু মোবাইলে ক্যামেরার ফ্রেমে বন্দী করতে পেরেছি। যখন আমার অনেক দূরে চলে যাব, ছবিগুলো বসে বসে দেখব- স্মৃতির তাড়নায় আবেগঘন হয়ে অস্ফুট বলব, ' আহা, আমার গ্রাম, কত সুন্দর, কত সুন্দর !'