My Personal Blog ...

খাঁচার বন্দী পাখি ...

পাখিরা হচ্ছে মুক্ত, স্বাধীন- বিশাল আকশের সবটুকু সীমানা জুড়ে তাদের বিচরণ। তাদেরকে বন্দী খাঁচায় রাখা মানে মৃত্যুদণ্ডেরও অধিক শাস্তি প্রদান। কিছু কিছু খাঁচার পাখি আছে যাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাঁচায় বন্দীদশায়ই কেটে যায়। সে সব পাখিদের কাছে মুক্ত আকাশ মানে আমাদের কল্পনার বেহেশতের মত। আচ্ছা, একজন মানুষকে যদি তার জন্মের পরপরই জেলখানায় বন্দী রাখা হয় তার মৃত্যুর আগ পর্যন্ত- তবে কল্পনায় তার আঁকা বেহেশতের ছবি কেমন হবে ? এই পৃথিবীর মুক্ত আকাশ, বাতাস, নদী, পাহাড়... এই যে অবাধ স্বাধীনতা... এর চেয়ে কি সে বেহেশত বেশি সুন্দর হত ?

আমার এক চাচী শখের বশে খাঁচার পাখি পালে। তার অনেক খাঁচার পাখি আছে। তো, আমার মায়ের শখ হল সেও পাখি পালবে। গোটা চারেক খাঁচাতে চার জোড়া পাখি। আবার সে পাখিগুলো সময় মতন ডিম দেয়, ডিম ফুটে বের হয় সুন্দর সুন্দর ছানা। পাখিগুলো সারাদিন কিচির মিচির করে ডাকে, আর আমি অনুভব করি - অ্যামাজনের গহীন অরণ্যে শত পাখির কোলাহলে প্রকৃতির ধ্যানে ধ্যানমগ্ন আমি ! হা হা হা । ছবিগুলো তাহলে দেখে নেয়া যাক। ও হ্যাঁ, পাখি গুলোর নাম লাভবার্ড।