My Personal Blog ...

সৌদি আরব ( SCCC, রাকা ক্যাম্প, আরব সাগরের তীরে, দাম্মাম )


২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত 'কামলাগিরি' করতে গিয়েছিলাম পবিত্র মক্কা মদিনার দেশ, ইসলামের তীর্থভূমি সৌদি আরবে। প্রথমবারের মত বিদেশ গমন তাই, তাই যাত্রার শুরু থেকে আরবের মাটিতে পা ফেলা পর্যন্ত এবং এর পরের দিনগুলিতে একটু বেশীই কৌতূহলী ছিলাম। সৌদির মাটিতে আমার প্রথম ঠিকানা হয় ক্যাটারিং কোম্পানি  SCCC এর  রাকা কম্পাউন্ডে। জায়গাটি আল খুবার শহর সংলগ্ন দাম্মাম জোনে অবস্থিত। আরব সাগরের ওপারেই আছে প্রতিবেশী দেশ বাহরাইন, এবং সড়কপথে আল খুবারের উপর দিয়ে যেতে হয়। এই রাকাতে আরব সাগরের পাড়ে বসে কত কত সময় কাটিয়েছি তার হিসেব নেই। ২০১৪ তে যখন চাকুরীতে রিজাইন দেই, তখন পুরো সৌদি আরব ঘুড়ে শেষবারের মত আবার ফিরে আসি এই কম্পাউন্ডে। সে সময় কিছু ছবি সংগ্রহ করি। সে ছবিগুলো দিয়েই এবারের পোস্ট। 


আরব সাগরের তীরে একদিন ... । 












SCCC, রাকা কম্পাউন্ড, আল খুবার, দাম্মাম ...