My Personal Blog ...

পুরনো বাড়ি এবং আশ্রম , এলাসিন, টাঙ্গাইল


ধলেশ্বরীর পারে ঘুরতে যাওয়ার পথেই পরে আমাদের পুরনো বাড়ি। ২০০ শতাংশের বেশি যায়গা জুড়ে অবস্থিত এ বাড়িতে শুধু গাছপালা ছাড়া আর কিছু নেই ! মেহগনির বাগান, আকাশমনির বাগান এবং নানা প্রকারের গাছপালা মিলিয়ে মোটামুটি সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে ! প্রধান সড়কের পাশে হওয়ার কারনে যানবাহনের শব্দ ছাড়া প্রাকৃতিক পরিবেশের শত শত পাখির কলরব খুবই উপভগ্য। আমাদের বাড়ির আশে পাশে প্রচুর বেত এর চাষ হয়। বেত মসৃণ এবং অনেক লম্বা হয়। বেত খেতের ভিতরে প্রবেশ করলে মনে হবে অরন্যে চলে এসেছি ! এ জন্যই মনে হয় এ এলাকায় শিয়ালের উৎপাত অনেক বেশি। দিনের বেলায়ও শিয়ালের অবাধ বিচরন !

বাড়ির পাশেই, মানে ৫০ গজ দূরে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের এক সিদ্ধপুরুষের আশ্রম যাকে সবাই ' জল পাগলার আশ্রম' বলে। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং স্থানীয় নদীর পানির উপর দিয়ে  পায়ে হেঁটে পার হতেন ! অনেক পুরনো কথা, এবং এ জন্যই তিনি ' জল পাগলা' নামে পরিচিত। সেই আশ্রমেরও কয়েকটি ছবি যোগ করে দিলাম এ পোষ্টের শেষের দিকে। আশা করি সবার ভাল লাগবে।
















আশ্রম  ঃ