My Personal Blog ...

হলুদের রাজ্যে যাই হারিয়ে ...



গ্রামের প্রাকৃতিক সৈন্দর্য ঋতুভেদে বদলায়। কৃষিকাজের চাষাবাদের জমিগুলোতে যখন ধান রোপণ করা হয় এবং সেগুলো বেড়ে উঠে, তখন যে দিকে দৃষ্টি যায় শুধু সবুজ আর সবুজ। আবার শীতের ঠিক আগে, জমিতে বোনা নয় সরিষার বীজ। শীতকালে সে গাছগুলো বেড়ে উঠে, আবারও ভরে যায় সবুজে এবং ঠিক সামান্য কিছুদিন অপেক্ষার পরে যখন সরিষা গাছগুলোতে ফুল ফুটে; বন্যা বয়ে যায় হলুদে হলুদে। আচ্ছা, হলুদ পাঞ্জাবী পরিহিত হিমুকে যদি হলুদ ফুলের সরিষাক্ষেতের মাঝখানে দাঁর করিয়ে ছবি তোলা হত, তবে কেমন হত ? হলুদ হিমু হলুদের রাজত্বে স্রেফ অদৃশ্য হয়ে যেত ! হা হা হা ।