My Personal Blog ...

সময় - কাহলিল জিবরান


তোমরা অসীম এবং অপরিমেয় সময়কে পরিমাপ করতে চাও।
   তোমরা দিন-ক্ষণ এবং ঋতু হিসেব করে তোমাদের আচরণ নিয়ন্ত্রন করতে চাও, এমনকি তোমাদের আত্মার পথপ্রদর্শন করতে চাও।
   তোমরা সময়কে এক স্রোতধারায় রূপান্তরিত করতে চাও এবং তীরে বসে তার প্রবাহ পর্যবেক্ষণ করতে চাও।

   কিন্তু তোমাদের অন্তরের যে চিরন্তন সে জীবনের চিরন্তনতা অনুধাবন করে,
   এবং সে জানে যে, বিগতকাল আজকের দিনের স্মৃতি এবং আগামীকাল আজকের দিনের স্বপ্ন।
   এবং যে তোমাদের অন্তরে বসে গান গায় আর ধ্যান করে, সে এখনও সেই প্রথম মুহূর্তটির মধ্যে বসাবাস করছে যে মুহূর্তে তারকারাজি মহাকাশে নিক্ষিপ্ত হয়েছিল।
   তোমাদের মাঝে এমন কে আছে যে তার ভালবাসতে পারার সীমাহীন খমতা উপলদ্ধি করে না ?
   কিন্তু যে ভালোবাসা সীমাহীন হওয়া সত্তেও তার সত্তার কেন্দ্রস্থলে পুঞ্জিভূত আছে এবং ভালোবাসার ভাবনা থেকে ভাবনায় এবং ভালোবাসার কর্ম থেকে কর্মে অনড় হয়ে আছে, সেই সে ভালবাসাকে কে অনুভব করে না?
   সময় কি ভালোবাসার মত অবিভাজ্য এবং নিশ্চল নয়?
   তথাপি তোমরা যদি তোমাদের কল্পনায় ঋতু ভাগ করে সময় পরিমাপ করতেই চাও তবে প্রতিটি ঋতু অন্য সব ঋতুকে জড়িয়ে থাকুক।

   আজকের দিন অতীতকে স্মৃতিচারণায় এবং ভবিষ্যতকে প্রত্যাশায় আলিঙ্গন করুক।