My Personal Blog ...

বেদনা - কাহলিল জিবরান


যে খোলস তোমার উপলদ্ধিকে অবরুদ্ধ করে রেখেছে তা ভেঙ্গে যাওয়াই তোমার বেদনা।
   ফলের হৃদয়কে সূর্যালোকে বের করে আনতে হলে তার আঁটিকে যেমন ভেঙ্গে যেতে হবে, তেমনি তোমাদেরকেও বেদনার অনুভূতি লাভ করতেই হবে।
   তোমাদের দৈনন্দিন জীবনের অলৌকিক ঘটনাসমূহে যদি তোমাদের হৃদয় চমকিত হয়, তবে তোমাদের নিকট তোমাদের বেদনা তোমাদের আনন্দ থেকে কম চমকপ্রদ হবে না।
   এবং তোমরা যেমন ফসলের মাঠে বিভিন্ন ঋতুর আবি আবির্ভাব সর্বদা মেনে নাও, তেমনি তোমরা তোমাদের হৃদয়ের ঋতু বৈচিত্র্যকেও মেনে নেবে।
   এবং তোমরা তোমাদের দুঃখের শীত ঋতুতে শান্তু দৃষ্টিতে স্পষ্ট দেখতে পাবে।

   তোমাদের অধিকাংশ বেদনা তোমাদের নিজ পছন্দে বেছে নেওয়া।
   তোমাদের অন্তরের চিকিৎসক যে সঞ্জিবনি দিয়ে রুগ্ন চিত্তকে সুস্থ করে, বেদনা সে তিক্ত সঞ্জীবনী।
   এতএব তোমরা চিকিৎসককে বিশ্বাস কর এবং তার প্রতিষেধক নীরবে প্রশান্ত হৃদয়ে পান কর।
   কারণ চিকিৎসকের হাত গুরুভার এবং কঠিন হলেও তা অদৃশ্যের কমল হাতে চালিত হয়।

   এবং তার তুলে ধরা পেয়ালায় যদিও তোমাদের ঠোঁট পুড়ে যায়, পেয়ালাটি সৃষ্টিকর্তার পবিত্র অশ্রুজলে ভেজা মাতি দিয়ে গড়া।