My Personal Blog ...

ধলেশ্বরী নদীর তীরে ...


এ নদীকে ঘিরে আমার অনেক অনেক স্মৃতি জমা হয়ে আছে- শৈশবের, কৈশোরের কিংবা এইত কয়েক বছর আগেরও। যদিও সময় স্বল্পতার কারনে বিদেশ থেকে আসার পর মাত্র কয়েকবার ধলেশ্বরীর পাড়ে আসার সুযোগ হয়েছে- কিন্তু আগের মত ঘুরে বেড়ানো আর হয়নি। কতবার ইঞ্জিন চালিত নৌকায় করে বর্ষার অথৈই জলে পাড়ি দিয়েছি প্রত্যান্ত কত জনপদের পথে । আবার শীতে যখন নদী শুকিয়ে যায়, গ্রামের মৎস্য শিকারীর দল বড়শি নিয়ে মেতে উঠে শিকারের আনন্দে- আমিও তাদের মত দিনের পর দিন, কতদিন বড়শি নিয়ে বসে থেকেছি আর উপভোগ করেছি নদীপাড়ের অপার সৈন্দর্য। সৃতিগুলো হারিয়ে গেছে, মোবাইলে তোলা ছবিগুলো দেখি আর মেলাতে চেষ্টা করি- আহা, ঠিক এইখানে বসে বসে আমি অপেক্ষায় ছিলাম একটি মৎস্য শিকারের !