My Personal Blog ...

তিনটি সূর- তিনটি গান।

শৈশবের সপ্ন চোখে
যৌবনে সংগ্রাম
বৃদ্ধে প্রস্তুতি নেয়া-
সব কিছুর অবসান।

   জীবনের তিন সূরে
   বেঁধেছি তিনটি গান
   তিনটি সূরে বাজবে
   সকাল দুপুর সন্ধ্যায়।

একটি দিন চলে যাবে
চলে যাব আমরা সবাই
সূরের রেশ শুধু থেকে যাবে...

দিন যাবে, যাবে মাস-বৎসর, কাল কালান্তর
কেউ কি রাখবে মনে আমাদের কথা ?
তবু সূরের রেশ শুধু থেকে যাবে
তিনটি সূর- তিনটি গান।



২০০৯, রিয়াদ।