My Personal Blog ...

মহাকাল এবং আমি

No comments :
গভীর হতে আরও গভীরে-
শূন্যতার অতল থেকে আরও অতলে-
নিশ্ছিদ্র অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারে-
কেউ নেই, কোথাও কেউ নেই...।
একাকী আমি মহাকালের মহাযাত্রার সারথি।
মহাকাল বলে চলে আয় তুই
তোর ভগ্নমাখা ক্ষুদ্র সময় পেছনে ফেলে।
আমি দেখি অনন্ত যাত্রার সারথী দুজন
মহাকাল এবং এই ক্ষুদ্র আমি।
তারপর এই আমি
মহাযাত্রার পথে বিলীন হয়ে যাই মহাকালের মাঝে।

আমি মহাকাল নই, কিন্তু
মহাকালের মাঝেই আমার অস্তিত্ব।


(২০০৩)

No comments :

Post a Comment