My Personal Blog ...

তবুও অপেক্ষা।

No comments :
সময়ে; আমার হতাশা কিংবা
নিদারুন ক্রূর বাস্তবতার চরম অপঘাতে
তবুও স্বপ্ন দেখি; মাঝরাতে হঠাৎ-
হয়তবা অন্য ভুবনে।
মাঝখানে উত্তাল দামামা নদী।
এপাড়েতে বালির প্রসাদ গড়ে বসে আছি আমি
ওপাড়ে তোমার দীর্ঘ প্রতীক্ষা অবসানের ঈশ্বর।
অনেক অনেক দিনের অপেক্ষার প্রহর
অবসানের উন্মাদনায়-
আমি চিৎকার করে উঠলাম
কিন্তু হায়! সবই মিথ্যে প্রহেলিকা মাত্র।
আমার বাকরুদ্ধ হয়ে এল
তবুও তীরে তরী ভেড়াল না নির্দয় সময়।

স্বপ্ন শেষে এই সময়ের বাস্তবতা
দুটোরই একই বহিঃপ্রকাশ মাত্র
ভাবি-
তরী কি কখনও তীরে ভিড়বে?
তবুও অপেক্ষা।


(১৯৯৯)


No comments :

Post a Comment