My Personal Blog ...

তোমার বসন্ত দিনে ...

তোমার বসন্ত দিনে অনাগত মোহনায়
সাগর বালুকাবেলায়-
রুপালী রাত্রির বিমর্ষ প্রত্যান্তে
নিস্তব্ধ বিহব্বল পথিক আমি।
হারিয়ে ছন্দপতন-
অসীমের মাঝে ক্ষুদ্রতার বসাবাস
নিজেকে নিজের গভীর আলিঙ্গনে
দুঃখের অমানিশায়-
মৌনতার দীর্ঘশ্বাসে-
বাঁধভাঙ্গা সমুদ্রের ফেনিল জলরাশিতে
অবিশ্বস্ত পৃথিবী ছেড়ে মুক্তির নেশায়
আমার ভূল পথে চলা নয়;
তোমারই অমূল বিশ্বাস ঘাতকতায়।
ছলনার অক্টপৃষ্টে গড়া তোমারই প্রসাদ


আজকে তোমার বসন্তদিনে
আজকে তোমার ক্ষণীয় স্বপ্নিল সময়ে
নিজেকে নিজের মুক্তির পথে-
আজকে বিসর্জন দিব নিজেকে।



(২০০১)