My Personal Blog ...

এখন বদলে গেছে সময় ...

এখন বদলে গেছে সময়
এখন পরিবর্তন হয়েছে সবকিছুতেই-
এখন পাল্টে গেছে আমার জীবনধারা।
এখন আগের সেই আমিতে নেই
এখন পরিবর্তিত হয়েছি এই আমিতে।
এখন সন্ধ্যামুখরিতে গৃহে প্রত্যাগমন হয়না আর
এখন মধ্যরাতে নিঃসীম অন্ধকারের মাঝে
একাকী নিঃসঙ্গতায় ঘরে ফিরি।

খোলা আকাশের নিচে নির্জন রাস্তায়
তারার পানে চেয়ে-
স্মৃতি বিজড়িত কষ্টের কান্নার সূরে
আত্মভোলা হয়ে যাই- পিছুটানে।
সিগারেট পুড়তে পুড়তে নিঃশেষ হয়ে যায়
এক সময় ছুঁড়ে ফেলে দিই- অতীত স্মৃতির মত।


এক সময় পথ চলার অবসান ঘটে
ক্লান্ত অবচ্ছন্ন মনে-দেহে পৌঁছে যাই গৃহদ্বারে
এখানে সবাই ঘুমিয়ে গেছে- সবাই অচেতন নিজ নিজ স্বপ্ন রাজ্যে
আমার জন্য রাত্রি জেগে কেউ আর প্রতীক্ষার প্রহর গুনে না
গৃহের সদর দরোজা তাই বন্ধ হয়ে গেছে অনেক আগেই।

শেষ সিগারেটকে আলিঙ্গন করে
ধপ করে বসে পরি দরজার পাশে
দূরে কাতরস্বরে বিলাপ করে ডাকছে
দলছুট কোন নিশাচর শেয়াল।
এক সময় শেয়ালের ডাক থেমে যাবে
শেষ হয়ে যাবে শেষ সিগারেটটিও
এক সময় রাত্রির ঘোর অমানিশা কেটে
উদীয়মান হবে প্রভাতী সূর্য।
এক সময় কোলাহলমূখর হবে সমস্ত পরিবেশ
এক সময় রুদ্ধদ্বার বৈঠক শেষে
সবাই আলিঙ্গন করবে প্রাত্যাহিক জীবনধারা।
এক সময় সদর দরজাটিও খুলে যাবে
ভেঙ্গে যাবে মৌন মিছিলের স্লোগান...
কিন্তু ভাঙবেনা আমার অবচেতনার চেতনা ।



 (২০০১)