My Personal Blog ...

একটা গান লিখেছি আমি



তুমি গান গাও
তুমি গান লিখ
সূর তোল রুপালী গিটারে
তোমার দিন চলে সন্ধ্যার আগে আগে
তুমি থেমে যাও-
হে বন্ধু আমার
তোমার শূন্যতা হৃদয়ে আমার বড় বেশি বাজায়।


তুমি পথ চল
অচেনা পথিক হয়ে
শীষ তুলে যাও দখিণা বাতাসে
তোমার পথ ফুরাবে জানি না কোন কালে
তুমি থেমে যাও-
হে বন্ধু আমার
তোমার ক্লান্তি আমায় বড় বেশি কাঁদায়।

একটা গান লিখেছি আমি
হে বন্ধু আমার
তোমার হৃদয়ের সবটুকু শূন্যতা আর পথের ক্লান্তি নিয়ে
তুমি গেয়ে যাও রুপালী গিটারে
দখিণা বাতাসে শীষ তুলে।

রিক্ত আমি আজ বেঁচে আছি
তোমার শূন্যতা আর ক্লান্তির কাছাকাছি।







(২০০৪)