My Personal Blog ...

চেতনার গতি ত্যাগ কর।

পূর্ব থেকে পশ্চিম- গতিভিম্যুখি
শূন্য থেকে যাত্রা- অসীমের পথে, চেনা গন্তব্যে
তবু কেন আমার গতিপথ উল্টো হয়ে যায়?
আমি জানি, আমার জ্ঞান-
সেতো সৃষ্টিকর্তার করুণার বিন্দুসম
সেখান হতে দেখি
ছুটছি সবাই ভুল গন্তব্যে- উল্টোপথে।
আমি জানি, আমার সরল পথ।
তবুও পথগুলো কেন আঁকাবাঁকা হয়ে যায়?
নিজেকে নিজে প্রশ্ন করি-
উত্তর দেন সৃষ্টিকর্তা-
চেতনার গতি ত্যাগ কর।




(২০০৪)