My Personal Blog ...

মাঝখানে অট্ট্রালিকার বিশাল প্রাচীর।


মাঝখানে অট্ট্রালিকার বিশাল প্রাচীর
দু পাশে দুটো জীবন।
অনাবিল সেই সময়গুলোর মধুরতায়
পৃথিবীর বুকে খরার মাঝে
হঠাৎ ঝড়ে পরা অবিশ্রান্ত জলধারা।
দুই জীবনের একই লহমার একই বন্ধনে
শরতের নদীপাড়ে- তীরে কাশফুলের
অনাবিল সৈন্দর্যের মাঝে সৃষ্টির সুখ
দুই জীবনের সৃষ্টির সুখ
দুই জীবনের সৃষ্ট ভালোবাসা।

সময়ের নিভৃত বিরহ বেদনায়
সৃষ্টির সত্তাকে বিসর্জন কিংবা
অভিমানী নীল দর্পণের অশান্ত আলোকে
আজকের এই নিষ্ঠুর অন্তপ্রানের গাহন
দুই ভূবনে দুইটি জীবনের
তিলে তিলে গড়া অপমৃত্যু।

মানুষের গড়া নিষ্ঠুর সমাজের
অসামাজিক অন্যায় হস্তক্ষেপের শানিত ধারে
প্রতিবাদের দুটো অনাবিল বিসর্জন
সমাজের সেই অন্ধচক্ষুর অন্ধ আস্ফালন-
চির শায়িত দুটো বাসস্থল-
মাঝখানে অট্ট্রালিকার বিশাল প্রাচীর।

(২০০২)