My Personal Blog ...

দিনগুলো কোথায় চলে যায় ...

দিনগুলি চলে যায়- কোথায় ?
কেউ জানে না- জানে, সেটা অতীত।
অতীত তার অন্ধকার চক্ষু মেলে
দেখে- তারই সারথি বর্তমান।
ঝরা পাতার দিনগুলিকে ভুলে
ভবিষ্যতের সপ্নডানার অবারিত হাতছানিতে
আকাশ পথের তীর্থযাত্রী- বর্তমান।
ভবিষ্যৎ জানে, তার কোন অস্তিত্ব নেই-
তার অতীত- বর্তমান।


দিনগুলি চলে যায়-
অতীত-বর্তমান-ভবিষ্যৎ পুরোটাই গোলমেলে
অথচ, মহাকালের মাঝে এদের অস্তিত্ব নেই।


(২০০৪)