My Personal Blog ...

আমি ?

আমি ?
আমি হচ্ছি-
ছন্নছাড়া নিঃসঙ্গ অভিমানী এক ছেলে
বিশাল সমুদ্রের মাঝে যেন
অচেনা এক দ্বীপ-
তাইফুনের প্রলয়ঙ্করতার বিরুদ্ধে যুদ্ধ করে
যে টিকে রয়েছে হাজার বছর ধরে।


আমি?
আমি হচ্ছি-
বিষণ্ণ মিয়ম্রান পথহারা এক পথিক
ভূল পথে- আপনারই সন্ধানে
হেঁটে চলেছি হাজার বছর ধরে।
যে পথের শুরু আছে
নেই কোন শেষ-
সেই পথের পথিক হয়েছি আমি
হাজার বছরের ইতিহাসকে সাক্ষী করে।

আমি?
আমি হলাম-
তোমাদের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়
যার শুরু তোমরাই করেছিলে।
তোমাদের বন্ধু, সাক্ষী ছিলাম
বাহান্ন, উনসত্তর কিংবা একাত্তরে।
বুক পেতে মৃত্যুকে আলিঙ্গনাবদ্ধ করেছিলাম
তোমাদের জন্য।
তোমাদের তরে।
তোমাদেরই প্রতারনা-
তোমাদেরই হীন চক্রান্তের পরে।

তবুও জেনো
আমি আছি; আমি থাকব
হাজার বছর ধরে।
ভবিষ্যতের কোন এক চিরদুখী মাতৃগর্ভে
আবার জন্ম নিব আমি
আবার নামব রাজপথে
আরেকটি স্বাধীনতার তরে।



 (১৯৯৯)