My Personal Blog ...

চেয়েছিল পূর্ণতা পেতে।

মন তুমি
বেহিসেবী অস্তচালে অন্তরীক্ষে
ছুটে চলা অর্ধমৃত নষ্ট হওয়া-
হারিয়ে যাওয়া মানুষের মাঝে
এক টুকরো সুখের আবেগ
একমুঠো বিবর্ণ সৃতি।


মন তুমি
আরেক আপন- আরেক পর
ঠিকানাতে ঠিকানাবিহীন
অট্রালিকার পাশে জীর্ণ কুটির
ভাসমান মানুষের মাঝে
আশার প্রদীপ- বদ্ধহাতে।

মন তুমি
সৃতির মাঝে অপূর্ণতা-
তুমি ছিঁড়ে ফেললে...
সেও তো চেয়েছিল পূর্ণতা পেতে।



(২০০২)