My Personal Blog ...

একটি ভালবাসার জন্য ...





রুপালী রোদ্দুর।
সীমাহীন ভালোলাগার বেলা অবেলায়
পথিক চলছে অজানাহীন গন্তব্যে।
আজকের এই সময়ে এসে মনে পড়ে যায়-
দুঃখ ব্যাথার অবগুননে ভরা সেই দিনগুলি- অতীত।
পৃথিবীর সেই সময়ে- নষ্ট সময়ে
নষ্ট হয়ে যাওয়া সেই মানুষগুলো
এখন কি ‘পিছন ফিরে’ ডাকছে আমায়?
দীর্ঘশ্বাস ফেলে পথিক।
হাজার মাইল পথ পাড়ি দিয়েছে সে।
পড়ন্ত বিকেল।
গাংচিল উড়ে চলছে আপন কোন গন্তব্যে
ইউক্যালিপটাসের আকাশ ছোঁয়া মাথাগুলি
প্রস্তুতি নিচ্ছে দিবাসন কে বিদায় জানাবার।
নির্জন-অসীম রাস্তা ধরে পথিক চলছে আপন পথে।

একটা সূরের প্রচণ্ড আবেশে
থেমে যায় পথিকের চলার গতি।
আপন মনে হেঁটে চলে সে
প্রায় ধংসস্তূপ হয়ে যাওয়া একটি রাজপ্রসাদের উদ্দেশ্যে।
হঠাৎ থেমে যায় মোহময়ী সেই সূরের আবেশ
জং ধরা- ঘুণে খাওয়া শত বছরের পুরনো
একটি কারুকার্যময় দরজার সামনে দাড়ায় পথিক।
এখান থেকেই ভেসে এসেছিল
একটা শূন্যতা ভরা গানের সূর।

দরজার ওপাশে প্রবেশ করে পথিক।
কালের সাক্ষী হয়ে আছে রুমের পুরনো নষ্ট সব আসবাব।
দেয়ালের ঠিক মাঝখানে
রুগ্ন দড়ির কঠিন বন্ধনে
ঝুলছে শতছিদ্র পোশাকের বিবর্ণ এক কঙ্কাল-
একটি রমণীর মৃতদেহ।

দীর্ঘশ্বাস ফেলে পথিক।
হায়-
একটি ভালবাসার  জন্য এভাবেই না
কত ফুল ঝড়ে গেছে পৃথিবীর বুক থেকে।


(২০০২)