My Personal Blog ...

আর একটা বিকেল।

No comments :
আর একটা বিকেল।
যান্ত্রিক সময়ের বিপনিত ধারায়
ব্যর্থ প্রয়াসের দিনগুলোর মতোই
অবারিত স্বপ্ন বিলাস নয়;
মুক্ত বিহঙ্গের আকাশচারিতার স্বপ্নও নয়;
থেমে যাওয়া কিংবা
চলার পথে মুখ থুবড়ে পরা
নিশ্চল পথিকের অব্যাক্ত আর্তনাদ-
আর একটা বিষণ্ণ বিকেল।

উচ্ছ্বাসিত অনাবিল বিকেল।
নীলাকাশ পানে বিহঙ্গের ছুটে চলা
প্রান্তর হতে প্রান্তরের পথে
বায়ুছন্দের হিল্লোলে অমিয় ধরণী
জনস্রোতে জনতার জাগতিক জয়গান
“আমি” আত্মার সেই জনস্রোতে হারিয়ে যাই কখনও
আমার বিষণ্ণ বিকেলে
আত্মার মুক্তির নেশায়
বদ্ধ ঘরের রুদ্ধ প্রহরে
লোহার শিকল পরা জীর্ণ এই সময়ে।


(১৯৯৯)

No comments :

Post a Comment