My Personal Blog ...

জানালার পরে আমার পৃথিবী।

No comments :
এক চিলতে জানালা
জানালার পরে আমার পৃথিবী।
অন্ধকারের পর্দাটা সরিয়ে আলোকের বন্যায়-
নিদ্রামগ্ন রাত্রির রুপালী চাঁদের আলোয়-
হিম শীতলতার মাঝে বিন্দু বিন্দু কুয়াশায়-
আলোকচ্ছটার প্রতিবিম্বে-
অচেনা পৃথিবী।

পর্দাটা নামিয়ে দিই।
আমার পৃথিবী আমা হতে বিচ্ছিন্ন।
বদ্ধ রুমের রুদ্র বাতাসে-
চেনা আসবাবের অচেনা গুঞ্জনে-
আমার একাকী নির্ঘুম রাত্রির প্রহর-
প্রতিদিনের মত সেই একই
বৈচিত্র্যহীন একঘেয়েমি জীবনধারা।

বহুদিন পরে...
অন্য সীমানায়- অন্য আকাশের নিচে
অন্য রুমে বসে আমার একাকী বিনিদ্রতা-
অন্য জানালা-
জানালার পরে আমার পৃথিবী
অচেনা পৃথিবী।



(১৯৯৯)

No comments :

Post a Comment