My Personal Blog ...

তবুও অপেক্ষা।

এই সময়ে আমার হতাশা কিংবা
নিদারুণ ক্রূর বাস্তবতার মুখে চরম অপঘাতে
তবুও স্বপ্ন দেখি; মাঝরাতে হঠাত-
হয়তবা সে অন্য ভূবনে...
মাঝখানে উত্তাল-দামাম নদী।
এ পারে তে বালির প্রসাদ গড়ে বসে আছি আমি
ওপাড়ে তোমার দীর্ঘ প্রতীক্ষা অবসানের প্রহর।


মাঝ দরিয়ায় একটি নৌকা
যেন একটি স্বপ্ন প্রতীক্ষা অবসানের ঈশ্বর
অনেক অনেক দিনের অপেক্ষার প্রহর-
অবসানের উন্মাদনায়-
আমি চিৎকার করে উঠলাম
কিন্তু হায় ! সবই মিথ্যে প্রহেলিকা মাত্র।
আমার বাক রুদ্ধ হয়ে এল
তবুও তীরে তরী ভেড়াল না নির্দয় সময়।

স্বপ্ন শেষে এই সময়ের বাস্তবতা
আর দুটোরই একই বহিঃপ্রকাশ মাত্র।
ভাবি-
তরী কি কখনও তীরে ভিড়বে?
তবুও অপেক্ষা।



 (২০০৩)