My Personal Blog ...

দিনগুলি কোথায় চলে যায় ?

No comments :
দিনগুলি কোথায় চলে যায়...
চলে যায় হিসেবের ঘণ্টা দিন পেড়িয়ে
তারপর মাস-বৎসর, কাল-কালান্তরের অসম সমীকরণ।
দিনগুলি চলে যায়-
চলে যায় ফেলে আসা সেই শৈশব
তারপর ডাংগুলি আর মার্বেলের দিন ফেলে
কিশোরীর খোঁপায় পরা নতুন শিমুলে
স্কুলে ভুল করে ফেলে আসা অঙ্ক খাতায়
চলে যায়... শুধুই চলে যায়

যৌবনে জেগে দেখি
ঘুমিয়ে পড়া তপ্ত কৈশোরের
গোঁফের ফাঁকে বসা অলস অলস বিকেল
তারপর সবশেষে-
সংগ্রামের পদপিষ্টে দারিয়ে দেখি আমি
অশান্ত প্রদীপের নিচে ঘুমন্ত সহযাত্রী গন।
তাদের ঘুম ভাঙ্গতেই আমার বিকেল
বিষণ্ণ বিকেলের একপাশে পরিবার-পরিজন-
অন্যপাশে সৃষ্টিকর্তার সময় ঝংকার-
আমার হারিয়ে যাওয়া চল্লিশ-পঞ্চাশ বৎসর।

দিনগুলি চলে যায়...
চলে যায় অতীত বর্তমান ভবিষ্যতের পুরোটাই
তারপর দিগন্তের ‘পরে চেয়ে একাকী আনমনে
একটিই প্রশ্ন থাকে নিজের কাছে-
দিনগুলি কোথায় চলে যায় ?


(২০০১)


No comments :

Post a Comment