My Personal Blog ...

খুব ইচ্ছে করে ...

ঘুমঝড়া কোন এক নিশীজাগরণীতে
দক্ষিণ দূয়ার খুলে
উন্মুক্ত আকাশের নিচে
ঘুমন্ত শহরের প্রশস্ত রাস্তায়
এসে দেখি-
সব আলো নিভে গেছে
নিভে গেছে সমস্ত প্রদীপ- উষ্ণতা।
দূরে অনেক দূরে- একটি মাত্র গৃহের এককোণে
মিটিমিটি জ্বলছে প্রদীপ আলো
সে আমার ঘর- আমারি একাকী প্রদীপ।


খোলা  ডাস্টবিনের পাশে, ফুটপাতে
বসে আছে নিঃসঙ্গ এক মানুষ- হয়তবা ভবঘুরে
শিয়রে তার ইটের পাঁজরে গড়া
মস্ত অট্টালিকার ক্ষয়ে যাওয়া ধূসর দেয়াল
সোডিয়াম লাইটের ক্ষীণ আলোক রেখার দিকে
তাকিয়ে আছে আপন মনে।
মুখে তার হতাশার পরাজিতের অভিব্যক্তন
হাতে তার অর্ধেক হয়ে যাওয়া উষ্ণ পানীয়ের ধারক।

এক সময় খুব ইচ্ছে করে
নির্বাসিত জীবনের ভবঘুরের পাশে বসতে
খুব ইচ্ছে করে
কাচের বোতলের ওই উষ্ণ পানীয়ের সাথে
একটি বার আলিঙ্গন করি-
একটি বার, একটি রাত্রের জন্য
ভূলে যাই সমস্ত কিছু।



(২০০২)