My Personal Blog ...

পরিবর্তনের কোন সীমারেখা নেই।

ঠিকানা বিহীন
ধূলোময় স্যাঁতস্যাঁতে প্রায় নষ্ট হওয়া
একটি সাদা খাম
একটি একটুকরো ছেড়া কাগজ
সৃতির মলাটে ধূলোপড়া আবেগ-
একটি ভালবাসা - তোমার চিঠি।

সময়ের বিবর্তনে- কালের অন্তরীক্ষে
হারিয়ে যাওয়া সেই সব সময়
হারিয়ে যাওয়া সেই সব সৃতির দরোজা।
খোলা প্রান্তরের বুকে অসীম মমতায়
সদ্য গজিয়ে উঠা একটি ভালবাসা
একটি সুখের ব্যাপ্তিকাল।


আজকের এই সময়ে এসে
যখন লিখছি এই কবিতা
টেবিলের ‘পরে জীর্ণ হয়ে যাওয়া
নষ্ট প্রায় পুরনো কিছু পুরনো সৃতি
তারই মধ্যো হঠাৎ পাওয়া সেই ‘চিঠি’।

অনেক অনেক সময় আজ পার হয়ে গেছে।
সেদিনের সেই দিনগুলি- আজকে সৃতি
সেদিনের সেই প্রখর আবেগ
আজকে ফ্রেমে বাধা যেন পুরনো ছবি।
সেদিনের তুমি- সেদিনের আমি, এবং
আজকের তুমি- আজকের আমি;
হায়!
পরিবর্তনের কোন সীমারেখা নেই।


(২০০২)