My Personal Blog ...

আমাদের একটি পথ কোনদিন দুটি পথ হবে না।

আমাদের সমর্পিত যাত্রায়
ছোট্ট একটি নদী-
ঠিক জীবনের প্রতিচ্ছবির মত
বইয়ে চলছে একেবেকে।
আর আমরা দুজন ঠিক দাঁড়িয়ে আছি
হাতে হাত রেখে-
চোখে চোখ রেখে-
আর কিছুটা জলধারা আমাদের বুকে নিয়ে ।


জানি, এখানেই আমাদের এতদিনের চলা একটি পথ
ভাগ হয়ে পরিণত হবে দুটি পথে-
আমাদের পথ দুটোও হবে সুদূর প্রসারিত-
আমরাও হয়ে যাব অচেনা- শুধুই অচেনা।

একটি নদী দুটি নদী শত সহস্র নদী বইয়ে চলছে
তার শেষ গন্তব্যে
নরম মাটির সুখ দুঃখ ভালোবাসা বিসর্জনের কাব্যিক ছন্দ নিয়ে
আমাদের দুটি পথের শেষ প্রত্যাবর্তন
অসীম সমুদ্রের মত-
জানি, আমরা আবারও এসে দাঁড়াব
হাতে হাত রেখে-
চোখে চোখ রেখে-
আমাদের একটি পথ কোনদিন দুটি পথ হবে না।



(২০০৯)