My Personal Blog ...

তারা ভরা রাতের আকাশ।

বিকেলের নীলাকাশটা যখন শূন্য হয়ে যায়
যখন আঁধারে আঁধারে ব্যাপ্ত ধরিত্রী
রাত্রি নামে-
আমি দেখি তারায় তারায় ভরে গেছে রাতের শূন্য আকাশ।
কোন দূরে অচেনা সারথি মোর
হঠাৎ গুঞ্জন তুলে এক লহমার
কোন কষ্টের কান্নার সূর- তোমাদের গান
আমি শুনে যাই।
কখনও বা আনমনে
আমার ভাঙ্গা আবেগটুকুকে পাশ কাটিয়ে
দৃষ্টিহীন দৃষ্টিতে চেয়ে থাকি

তারা ভরা রাতের আকাশ।




(২০০৪)