দিন কেটে যায়...
দিন কেটে যায়
সময় চলে যায়
অপেক্ষায় থাকি ফেরারি
আমি
কখন তুমি আসবে।
সুদূরে... বহুদুরে...
আসার সময় হয় না তোমার।
রাত কেটে যায় বিষণ্ণতায়
নির্ঘুম চোখে আঁধার
হাসে।
চাঁদ নেই তারারা নেই
নেই কোন দীপ্তালোক
অন্ধকারে আছি আমি
সময়ের স্রোতে- আমারি
ভুলে।
(১৯৯৮)