My Personal Blog ...

স্বপ্ন বিলাসিতা

মধ্যরাতের বিরহী সূরে
তাল মিলাই একাকীত্বে
সঙ্গীতের মূর্ছনায়
ঘুমিয়ে পড়ি পাষাণ পূরে।

বিদায়ী বেলার শেষলগ্নে
পক্ষীকুলের বীজন সূরে
প্রবাহমান ‘ধারার পাশে
বসে আছি আমরা দুজন
নির্জনতায়- একাকীত্বে-
পাশাপাশি; হাত ধরে।


প্রভাতী সূর্যের আগমনে
নতুন দিনের আমন্ত্রনে
জাগে পথিক; জাগি আমি
পাশ ফিরি-
নাহ! সবই স্বপ্ন
বাস্তবতার অনেক দূরে।


(১৯৯৮)