My Personal Blog ...

সংগ্রাম করে চলেছি ...

এক চিলতে আকাশের ‘পরে
রঙিন স্বপ্নের রঙ্গিন ধ্রুবতারা
আলো বিলিয়ে যাচ্ছে অকাতরে
বিশাল চাঁদের সাথে- নিজের ক্ষুদ্রতাকে ঢেকে দিয়ে।
বিশাল ধরণীর তরে
খুদ্র তুচ্ছ এক কিট
সেও বিলিয়ে যাচ্ছে তার সবকিছু
এই পৃথিবীর কল্যাণে, মানুষেরই জন্য।


আমিও বন্ধু তুচ্ছ এক মানুষ
তোমাদের বিশাল হৃদয়ের
খুদ্র এক কোনে
জায়গা করে নেয়ার জন্য
সংগ্রাম করে চলেছি কত কত দিন ধরে।
কত দুঃখ, কত কষ্ট, কত বেদনার
গহীনে- অন্তরালে
হাসিমুখে চলেছি আমি
হাসিমুখে বিলিয়েছি আমার সবকিছু।
তবুও জানি, সময়ের অন্তরালে
একদিন আমি চলে যাব অনেক দূরে।
যেদিন থাকবনা আর তোমাদের মাঝে
জানি, সবাই ভুলে যাবে আমায়
পড়ে থাকব সৃতির অন্তরালে- আড়ালে।



(১৯৯৯)