My Personal Blog ...

আসবে ছুটি

No comments :
ভাবছ তুমি-
ক্লেশ আর গ্লানি মাখা ক্লান্তিকর দিন শেষে
সন্ধ্যা তারায় আকাশ বাতাস রটিয়ে
পরিবর্তনের রূপরেখায়-
মুক্তচেতার আস্বাদে-
আসবে দিন, আসবে ছুটি।

ভাবছ তুমি-
জীর্ণ চেয়ারে বসে
নোনা ধরা দেয়ালের অফিসরুমে
কত-শত ঘোলাটে সৃতির অম্ল বিস্বাদে
পেনশন আসবে-
আসবে ছুটি।

মরচে পরা শিকলের নীরব আর্তনাদে
গরাদের ফাঁক গলে কঠিন দু চোখে
নষ্ট পৃথিবী, তবুও-
নীলাকাশে একফালি রুপালি চাঁদ
মনের আঙ্গিনায় ছুটে চলে
বিহঙ্ডানার অবারিত সপ্নভুমি
গদ্যময় পৃথিবীর মুক্ত পথিক-
ভাবছ তুমি; আসবে ছুটি।

হাজারো ছুটির ভিড়ে
আকাশ বাতাস কাঁপিয়ে, কিংবা নীরবে-
আমি ভাবছি-
এবার আসবে ছুটি; সত্যিকারের ছুটি।


(২০০১ )

No comments :

Post a Comment