My Personal Blog ...

কেন আমার মত নয় ?

No comments :
জানালার পরে আমার পৃথিবী
আমার পৃথিবী- তোমাদের পৃথিবী।
নিশ্চলঃ অন্তপ্রান ধরিত্রীগাহনের পুঞ্জিকাপর্বণ
তোমাদের পৃথিবীতে
এক চিলতে স্বপ্ন আঁধার দুয়ার-
অট্টালিকার সুউচ্চ নিলয় ঊর্ধ্বাকাশে
তোমাদের সপ্নবিহার।
হীনঃ নিরবর্ধিত চক্ষু আস্ফালনের জীর্ণ হাহাকার
বদ্ধ প্রাচীরের তোমাদের সুখের অন্তগাহনের অন্য প্রান-
তোমাদের পৃথিবী- তোমাদের স্বর্গ সুখের ধরিত্রী।
তোমাদের নীলাকাশের দিকভ্রষ্ট যাতনার
নির্মম বিহঙ্গডানায়- অবারিত স্বপ্নগুলোর নিরব হাহাকারে
আমার সময়ের হঠাৎ থমকে পরা
বরাবরের মত।

জানালার পরে আমার পৃথিবী
আমার পৃথিবী কেন আমার মত নয় ?



(২০০১)

No comments :

Post a Comment