My Personal Blog ...

এবার বন্ধু তুমি বদলে যাও।

একই সাথে তুমি চলছ বন্ধু
বলছ কত কথা আড্ডায়
একই ভাবে কেটে যাচ্ছে তাল
সন্ধার পরে এই আড্ডায়।
একই ভাবে জমে যাচ্ছে আড্ডাটা
তুমি মধ্যমণি এই সন্ধ্যায়
একই ভাবে রাত্রি রাত্রি হয়
আড্ডা ভেঙ্গে তুমি খোলা রাস্তায়

একই ভাবে তুমি রোজ রোজ গৃহে ফের
রাত্রি পার হয় বিছানায়।
আবার দিনটা কেটে যায় ব্যাস্ততায় মিলেমিশে
সন্ধার পরে আবার আমাদের আড্ডায়।

রোজ রোজ একই ভাবে
চলছে জীবনধারা তোমার।
দিন যায় দিন আসে
এবার বন্ধু তুমি বদলে যাও।
দেখ, আমাদের পৃথিবীটা আমাদের সন্তান
এবার বন্ধু তুমি বদলে যাও।



 (২০০৪)