My Personal Blog ...

আসবে তুমি আবার-

অনেক অনেক দিন হয়ে গেলো!
হারিয়ে গিয়েছ তুমি-
একাকী করে, আমাকে নিঃসঙ্গ করে।
জীর্ণ প্রাচীরের পদপিষ্টে দাঁড়িয়ে
হতাশাসম মনে-
কল্পনায় তোমারই ছবি আকি।
তুমি তো রয়েছ অনেক দূরে
স্বপ্ন বিলাসিতায়, সুখেরই আলপনায়
নতুন সঙ্গীকে সাথী করে।

ব্যথিত চিত্তের পাষাণ হৃদয়ে আমার
তোমার মত করে নয়-
ঠিক আমার মত করে।
চেনা সূরেরই অচেনা টানে
দুঃখের দুয়ারে খুন্ন মনে দাঁড়িয়ে
দৃষ্টিভ্রম দৃষ্টিতে চেয়ে থাকি-
কখন ঘটবে প্রতীক্ষার অবসান
আসবে তুমি আবার-
আমারই কাছে, আমারই দুয়ারে।



 (১৯৯৮)