My Personal Blog ...

তোমার পথের পথিক।

দাঁড়াও পথিক। দাঁড়াও।
নীল আসমানের রুদ্র শূন্যতার মর্মবিলাসে
দক্ষিণ প্রান্তরে ছুটে চলা
তোমার পথের ঠিক বিপরীতে-
তবুও তুমি চলছ
তোমার বিষাদ মাখা ক্ষীণ অববয় নিয়ে।
মনে পরে তোমার
অবিশ্রান্ত হয়তবা বিস্বাদ-
হয়তবা জীর্ণ কুটিরে প্রভাত আলোকের
একমুঠো অনাবিল প্রাপ্তি-
ভাবছ তুমি
কততাই বাস্তবতা- তবুও স্মৃতি।


দাঁড়াও পথিক।
শূন্য প্রাপ্তির সাথে অসীম অভিপ্রায়
তবুও তোমার স্বপ্ন দেখা স্বপ্নচারীর মত-
স্বপ্ন বিলাস নয় সে-
শিকল পরা এই সময়ের একমাত্র অবলম্বন।
দাঁড়াও পথিক, দাঁড়াও।
একচিলতে রঙিন স্বপ্ন আমার মন দুয়ারে
একটা মুহূর্ত সময় দাও আমায়
সবকিছুকে সবসময়ের জন্য  শেষ বিদায় জানাতে
আসছি আমি-

আমিও যে তোমার পথের পথিক।


 (২০০৩)